ফেনীর সোনাগাজীতে দ্বিতীয় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় শামছুল আরেফিন নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকালে সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রাম থেকে সোনাগাজী মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে। সে চরখোয়াজ গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। তিনি সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, শামছুল আরেফিনের দ্বিতীয় স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের তিন ধারায় মামলা দায়ের করেন। আদালত ২০২৩সালের ২১ নভেম্বর আরেফিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এফআর/অননিউজ