সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে দিনে দুপুরে দোকানীকে কুপিয়ে স্বর্ন দোকানে ডাকাতি ও দোকানী অর্জুন ভাদুরীকে হত্যা মামলায় আমির হোসেন সুজন (২২) ও শাহাদৎ হোসেন হারুন(২২) নামে আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগ রাত দুইটার দিকে ফেরী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামাল হাজারী সড়কের একটি ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আমির হোসেন সুজন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিবন্দী গ্রামের মৃত হেকিম আবুল হোসেনের ছেলে এবং শাহাদাৎ হোসেন হারুন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর ঈদগাহ গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে।
পুলিশ জানায়, ২০২২ সালের ৩০ অক্টোবর দুপুর দুইটার দিকে চরচান্দিয়া ইউনিয়নের জমাদার বাজারে দোকানী অর্জুন ভাদুরীকে কুপিয়ে, এলোপাথাড়ি বোমা ফাটিয়ে ডাকাতদলের সদস্যরা প্রায় প্রায় ৮০ লাখ টাকার স্বর্ন লুটে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় অর্জুন ভাদুরী মারা যায়। পুলিশ পৃথক অভিযান চালিয়ে এর আগে আরও চারজন আসামিকে গ্রেফতার করেছিল। তাদের স্বীকারোক্তি ও তদন্তে বেরিয়ে আসে সুজন ও হারুনের নাম।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম দুই আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ