সোনাগাজীতে স্বল্প খরচে স্বাস্থ্য সেবা দিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে স্বল্প খরচে স্বাস্থ্য সেবা দিতে সাংবাদিকদের সাথে শনিবার দুপুরে মতবিনিময় সভা করেছেন সান জেনারেল নামে সোনাগাজীর একটি বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ।

তারা দাবি করেন হাসপাতাল এণ্ড ডায়াগণস্টিক সেন্টার সমিতির যাতাকলে পড়ে সাধারণ মানুষ ব্যয়বহুল চিকিৎসা সেবা গ্রহণ করতে হয়। উপকূলীয় উপজেলা হিসেবে সাধারণ মানুষদের জীবন যাত্রা ও অর্থনৈতিক বিষয় বিবেচনা করে সমিতি কর্তৃক নির্ধারিত সকল পরীক্ষার ফি থেকে ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।

নরমাল ডেলিভারি ফি সর্বোচ্চ আট হাজার এবং সিজার অপরেশনের জন্য ১৭ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া আবাসিক রোগীদের বেড ভাড়া প্রতিদিন সাধারণ ৩০০টাকা থেকে কেবিন ভাড়া ১২০০টাকা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে কর্তব্যরত চিকিৎসকের ভিজিটও সংযুক্ত।

হাসপাতালটির চেয়ারম্যান আলউদ্দিনের সভাপতিত্বে ও জিএম ফরিদ আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডা. দেলোয়ার হোসেন হেলাল, আবসিক মেডিকেল অফিসার ডা. তৌহিদুর রহমান ও ডা. এনায়েত উল্লাহ রুবেল।

আরো দেখুনঃ