সোনাগাজীতে স্বেচ্ছাসেবক দল নেতা নিখোঁজ, ভাইয়ের জিডি
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক শাহরিয়ার ইসলাম তুষার (২৭) দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই ফয়জুল ইসলাম মঙ্গলবার বিকালে সোনাগাজী মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। পুলিশ, দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তুষার সোমবার সন্ধ্যায় এক পাওনাদারকে দেওয়ার জন্য নগদ দুই লাখ টাকা সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। পাওনাদারকে টাকা বুঝিয়ে দিয়ে তিনি ফেনী শহরের মহিপালস্থ শ্বশুরের ভাড়া বাসায় রাত যাপন করবেন। কিন্তু তিনি শ্বশুরালয়েও যাননি এবং পাওনাদারকেও টাকা দেননি। রাত দশটা পর্যন্ত তার মোবাইল ট্রেকিংয়ের সর্বশেষ কল লিস্টে দেখা যায় তিনি মহিপাল এলাকার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ছিলেন। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজন সহ বন্ধুদের বাড়িতেও তার সন্ধান না পেয়ে তিনি সোনাগাজী থানায় জিডি করেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবিএস মারুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে তুষারের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেন। তুষার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইক পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি মো.বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।