সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে পুলিশ ও র্যাব সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ২১বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মামুন (৪৫) কে মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। সে আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের আবদুল হকের ছেলে। পুলিশ জানায়, দপ্তরী পদে চাকরির দ্বন্দ্বের জেরে ২০০২ সালের ২২ এপ্রিল প্রকাশ্য দিবালোকে সফরপুর হাজী শফি উল্যাহ উচ্চ বিদ্যালয়ের দপ্তরী ও স্থানীয় আ.লীগকর্মী মাহবুবুল হককে স্কুল প্রাঙ্গণে তার ছেলে -মেয়েসহ শতাধিক শিক্ষার্থীর সামনে গুলি করে ও কুপিয়ে হত্যা করেন সাবেক যুবদল কর্মী মো. মামুন ও তার কয়েকজন সহযোগি । এ ঘটনায় মাহবুবুল হকের স্ত্রী সুলতানা রাজিয়া বাদী হয়ে ১০ জনের নামে মামলা করেন।
২০১১সালের ৩০ মে আদালত মামুন সহ তার আরো পাঁচ সহযোগির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ড দেন। পাঁচজনকে খালাস প্রদান করেন। মামলার পর থেকেই গ্রেফতার এড়াতে মামুন পলাতক ছিলেন। অপরদিকে পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে সাদ্দাম হোসেন (৪০) নামে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রফতার করেছেন। সে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের পশ্চিম সুলতানপুর গ্রামের নূরুল হুদার ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান দু'আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com