সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে পুলিশ ও র্যাব সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১৯বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন মামুন (৪২) কে বুধবার রাতে ফেনী শহরের একটি বাসা থেকে গ্রেফতার করেছে। সে আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) আবুল কাসেম বলেন, সুমন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব, ফেনী ক্যাম্পের সদস্যরা ও সোনাগাজী মডেল থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এফআর/অননিউজ