সোনাগাজীতে ১০টি চায়না দুয়ারি জাল ধ্বংস

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

নিষিদ্ধ সময়ে ফেনী নদীতে মাছ ধরতে নামায়
সোনাগাজীতে অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়েছে।

সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়ার উপস্থিতিতে ১০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা মৎস্য অফিসার মো. শামশুল করিম। এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ফেনীর সিনিয়র সহকারী পরিচালক আবদুল্লাহ আল হাসান,সোনাগাজী মৎস্য ও বীজ উৎপাদন কেন্দ্রের খামার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আকতার, উপজেলা মৎস্য অফিসের টিম ও সোনাগাজী মডেল থানা পুলিশের সদস্যরা।

উল্লেখ্য, চায়না দুয়ারি জাল সারা বছরই নিষিদ্ধ, কারণ এই জাল ব্যবহার করলে পোনা মাছসহ জলজ প্রাণীর প্রজনন ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

jn

আরো দেখুনঃ