ফেনীর সোনাগাজীতে আবদুল হক নোমান (৪২) নামে ১১ মামলার পলাতক আসামিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সে মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের শফি উল্যাহ সালেহ আহম্মদের ছেলে। তাকে ফেনী শহরের মিজান রোডস্থ একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির নামে ৯টি মাদক মামলা, ১টি চাঁদাদাবি এবং ১টি হত্যা মামলা সহ সর্বমোট-১১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।