সোনাগাজীতে ১৪ মামলার আসামি গ্রেফতার

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীতে শেখ ফরিদ (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় চরচান্দিয়া ইউনিয়নের সাহেবের ঘাট ব্রিজের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে চরচান্দিয়া ইউনিয়নের পশ্চিম চরছান্দিয়া গ্রামের উলানি মোস্তফা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাড়ি চুরি, ডাকাতি ও বিস্ফোরকদ্রব্য আইনে ফেনী, সোনাগাজী এবং নোয়াখালীর বিভিন্ন থানায় ১৪টি মামলা ও ০৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো দেখুনঃ