শহিদুল ইসলাম মাসুদ প্রকাশ মাসুম (৪৫) নামে ১৪ মামলার এক পলাতক আসামীকে বুধবার রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে সিএমপি পুলিশ সদস্যদের সহযোগিতায় গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। সে চরচান্দিয়া ইউনিয়নের দার বক্সসারেং বাড়ির মৃত ফজলুল হকের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চট্রগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কুমিল্লার চৌদ্দগ্রাম, নোয়াখালীর চরজব্বর, ফেনীর দাগনভূঁইয়া , সোনাগাজী থানার চুরি, দস্যুতা, ৬টি ডাকাতি, ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র সহ ১৪টি মামলার গ্রেফতারী পরোয়ানায় দীর্ঘ দিন পলাতক ছিল।
সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম সরকার তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।