ঢাকার এন্টি টেররিজম ইউনিট ও সোনাগাজী মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৬ বছর পর এমদাদুল হক ওরফে এমদাদ উল্যাহ নামে রাষ্ট্রদ্রোহ মামলার এক আসামি গ্রেফতার করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে তেকে ফেনী সদর উপজেলার বিজয় সিংহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারি গ্রামের মাও. সামছুল হকের ছেলে।
পুলিশ জানায়, (বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতঃ অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বেআইনী সমাবেশে একত্রিত হওয়া) মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। ২০০৭ সালের ৫ এপ্রিল বরিশাল কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মালাটি দায়ের করেন। বিএমপি থানার মামলা নং-১৩, তাং-০৫/০৪/২০০৭খ্রিস্টাব্দ, ধারা-১৪৩/১২০(বি)/১২১/১২১(ক) পেনাল কোড।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।