ফেনীর সোনাগাজীতে আরওয়া বিনতে মাহমুদ রাইসা নামে ২১ মাস বয়সী এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের মাও. আবদুল মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে। সে সোনাগাজী ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং পরিচালক হাসান মাহমুদ রাজুর এক মাত্র কন্যা।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, ইফতারের পূর্ব মুহূর্তে বসত ঘরের পাশে পুকুরের পানিতে শিশুটি পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ