সোনাগাজীতে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সুরক্ষা সামগ্রী ও স্প্রে মেশিন বিতরণ

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি হিসেবে সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সুরক্ষা বিতরণ করা হয়েছে। বুধবার ৮ সেপ্টেম্বর বিকালে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সুরক্ষা সামগ্রী প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেয়া হয়।

সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ এম জহরুল হায়াত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বখতারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম, দারোগারহাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোশারফ হোসেন, আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজ আলম মিয়াজী।

আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক মোরশেদুল হক মেনন, মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন টিপু, যুগ্ম সাধারন সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ, আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ, মিলন কর, মতিগঞ্জ ইউপি সচিব সুবল চন্দ্র চন্দ, ইউপি সদস্য অজয় কুমার শীল ভুট্টো, এস এম ফেরদৌস রাসেল, শাহ আলম, আব্দুল মোতালেব, নুরুজ্জামান, আবু সুফিয়ান, কামরুল ইসলাম, আব্দুর রহিম খোকন, আবু ইউসুফ, জাহানারা বেগম, সেলিনা আক্তার, জোৎস্না আক্তার ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক ইকরামুল হক সোহেল প্রমুখ।

এসময় করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, স্প্রে মেশিন, ব্লিচিং পাউডার ও সেভলন বিতরণ করা হয়েছে।
সোনাগাজীতে মাছের পোনা অবমুক্ত

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24.

আরো দেখুনঃ