ফেনীর সোনাগাজীতে বুধবার গভীর রাতে চারটি চোরাই গরু সহ ছাদেকুর রহমান মিন্টু (৩৫) ও মো. রিয়াদ (২১) নামে দু'যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মিন্টু নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামের মকবুল আহমদের ছেলে এবং রিয়াদ একই গ্রামের ছানু মিয়ার ছেলে। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় দুই লাখ ৬৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গোপন সূত্রে জানতে পারে মিন্টুর গোয়াল ঘরে চারটি চোরাই গরু রয়েছে। রাত দুইটার দিকে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে। মিন্টুকে আটকের পর তার দেওয়া তথ্যমতে রিয়াদকে গ্রেফতার করে। এ ঘটনায় সোনাগাজী মডেল থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে দু'জনের নাম উল্লেখ করে এবং কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ