ফেনীর সোনাগাজীতে সোমবার রাতে ৫৫০পিস ইয়াবা সহ আবদুল মোমিন রানা (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সে পৌরসভার ৫নং ওয়ার্ডের বৈদ্য বাড়ির মৃত নূর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বসত ঘরের শয়ন কক্ষে অভিযান চালিয়ে ৫৫০পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই লাক্ষাধিক টাকা।
এ ঘটনায় এসআই মাহবুব আলম সরকার বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এফআর/অননিউজ