ফেনীর সোনাগাজীতে জুয়া খেলার অপরাধে নয় জনকে তাৎক্ষণিক সাজা প্রদান করেছেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনার আদালত। সোমবার (২১এপ্রিল) রাত ৮টায় বগাদানা ইউনিয়নের কাজীরহাট বাজারের সিরাজ মার্কেটে তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই সাজা দেন। পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মার্কেটের একটি কক্ষে মার্কেট মালিক মোহাম্মদ সিরাজ সহ ৯ জুয়াড়ি খেলা অবস্থায় গোপন সূত্রে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। জুয়াড়িরা দোষ স্বীকার করায় প্রত্যেককে তিন করে কারাদণ্ডাদেশ দেন।সাজাপ্রাপ্ত হলেন, উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের সায়েদুল হকের ছেলে মো. মাসুদ আলম (৩০), একই গ্রামের আবুবকরের ছেলে শাহজাহান (৪০), আবু তাহেরের ছেলে মোহাম্মদ সিরাজ (৪০), বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের আবুল কালামের ছেলে মোশাররফ হোসেন (২৫), একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে বেলায়েত হোসেন (৩০), জয়নাল আবদীনের ছেলে আজগর হোসেন জনি (২৬), মজিদুর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন (২৮), নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সিরাজ (৩৮) এবং সোলেমানের ছেলে মোহাম্মদ খলিল (৩৫)।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মঙ্গলবার দুপুরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
মাসু/অননিউজ২৪
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com