ঢাকাস্থ সোনাগাজী সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে বিএনপি নেতা লায়ন আলমগীর হোসেন চৌধুরীর উদ্যোগে রাজধানীর বেলি রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো এক মতবিনিময় সভা ও নৈশভোজ। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে পরিণত হয় বিশিষ্টজনদের এক মিলনমেলায়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার গাজী আশরাফ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নুর আলম সোহেল।
ডেপুটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (অব.) মো. মাহবুবুল হক, অধ্যাপক ড. গোলাম রব্বানী (সাবেক প্রো-ভিসি, বরিশাল বিশ্ববিদ্যালয়), সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ, কাস্টমস কমিশনার (অব.) এনামুল হক, যুগ্ম সচিব আব্দুল হাই পিপিএ, বাস মালিক সমিতির নেতা শেখ মো. ইকবাল হোসেন, সাংবাদিক আমির হোসেন জনি, মোহাম্মদ মোস্তফা (জাতীয় বিশ্ববিদ্যালয়), সাংবাদিক মোর্শেদ আলম প্রিন্স, ব্যবসায়ী ইব্রাহিম বাহারী, মিজানুর রহমান (ন্যাশনাল লাইফ), মোহতাসিম বিল্লাহ বাবুল, অ্যাডভোকেট মইন উদ্দিন ফারুকী, শাহাদাত হোসেন শিমুল (প্রিমিয়াম ব্যাংক), সাংবাদিক আশরাফুল ইসলাম মুকুল, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম (ইন্ডিপেন্ডেন্ট টিভি), এবং আরও অনেকে।
সভায় বক্তারা সোনাগাজী উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন রোধ এবং ঐক্য-সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “সোনাগাজীর সামগ্রিক উন্নয়নে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে।” মতবিনিময় সভায় ঢাকাস্থ সোনাগাজী সমিতির নেতৃত্বে চলমান অচলাবস্থা এবং অতীতের কিছু বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়েও খোলামেলা আলোচনা হয়। আলোচনায় উঠে আসে, ওয়ান-ইলেভেন পরবর্তী সাবেক সভাপতি মাসুদ উদ্দিন চৌধুরীর পলায়নের পর সংগঠনটি কার্যত স্থবির হয়ে পড়ে। সেই শূন্যতা কাটিয়ে উঠতে সকল অংশীজনকে নিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর ও গ্রহণযোগ্য নেতৃত্ব গঠনের বিষয়ে সবাই একমত পোষণ করেন।
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সামনে মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের দাবিতে আয়োজিত মানববন্ধনে রাজনৈতিক রং লেগে যাওয়ায় সামাজিক মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়ার প্রসঙ্গও আলোচনায় উঠে আসে। উপস্থিত বক্তারা এসব বিভাজন ভুলে একটি ঐক্যবদ্ধ ও কার্যকর সোনাগাজী সমিতি গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।