ফেনীর সোনাগাজীর কাজীর হাট মডেল হাইস্কুলে অ্যাডহক কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ভাঙচুর চালায়। পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ জানায়, স্কুল পরিচালনায় অ্যাডহক কমিটি গঠন নিয়ে স্থানীয় দু'পক্ষের মধ্যে গ্রুপিং চলছে। গত রোববার বিবদমান দুটি গ্রুপের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। কিন্তু বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বিদ্যালয়টির তৃতীয় তলার অফিস কক্ষের কয়েকটি জানালার কাঁচ ভাঙচুর করেন। প্রধান শিক্ষক রফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল আমিনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।