ফেনীর সোনাগাজীর দারোগার হাট আলজামেয়াতুদ দ্বীনীয়া আলিম মাদরাসার নবনির্বাচিত গভর্ণিং বডির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
মাদরাসা মিলনায়তনে অধ্যক্ষ মাও. মোশারফ হোসেনের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপপরিচালক সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ ও সবর্ধিত অতিথি ছিলেন মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান, গভর্ণিং বডির নবনির্বাচিত সভাপতি রবিউজ্জামান বাবু, শিল্পপতি,বিদ্যুৎসাহী সদস্য মোহতাসেমবিল্লাহ বাবুল, গভর্ণিং বডি ও ইউপি সদস্য মিজানুর রহমান সেলিম, জামশেদ আলম ফিরোজ, ওমর ফারুক ও নূর করিম।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ করিমুল হক, ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মো. ওবায়েদ উল্যাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন বিজয় এবং শিক্ষার্থী সাদিয়া সুলতানা। মোনাজাত পরিচালনা করেন আরবী প্রভাষক মাও. আবুল খায়ের।
একে/অননিউজ24