সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সম্মেলন মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ন সম্পাদক এডভোকেট শাহানা আক্তার শানু
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, ফেনী জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, উপজেলা যুবদের সদস্য সচিব ইমাম হোসেন পবির। উপজেলা কৃষক দলে নেতা নুর করিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামসুল আলম, বিএনপি নেতা সেলিম রেজা, ইউনিয়ন বিএনপি নেতা বখতিয়ার মালেক চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মেম্বার, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দুলাল, একরামুল হক সবুজ, যুবদল নেতা শামীম, ইকবাল ও ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।