ফেনীর সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সোমবার বিকেলে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর শহরের নিউ ফুড গার্ডেনে উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হকের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহার হোসেন চৌধুরী রাশেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার (ভিপি জহির) সাংগঠনিক সম্পাদক মাস্টার আনিসুল হক, জেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মানুমিয়া পাটোয়ারী। ইফতার পূর্ব আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাসান রাজা চৌধুরী, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মৃধা, যুগ্মসাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদ, জাতীয় যুব সংহতির ফেনী জেলা সহ-সভাপতি জহির রায়হান, জাতীয় ছাত্র সমাজ ফেনী জেলার আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য সচিব ফরিদ ইমরান, জাতীয় ছাত্র সমাজ জেলা কমিটির সদস্য সুজন, সোনাগাজী সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান, আমিরাবাদ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জসিম উদ্দিন আর্মি, চরচান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিন শরীফ, মতিগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. শাহাবুদ্দিন, জাতীয় শ্রমিক পার্টির সোনাগাজী উপজেলা যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দীন প্রমূখ।
ইফতার ও দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ'র আত্মার মাগফিরাত কামনা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি ও ফেনী-৩ আসনের সাংসদ লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব মাও. মোহাম্মদ ওমর ফারুক।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।