ফেনীর সোনাগাজীতে এতিমদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত শিক্ষা উপকরণ বিতরণ করল পৌর বিএনপির নেতারা।
মঙ্গলবার দুপুরে সোনাগাজীপৌরসভার ৯নং ওয়ার্ডের রওজাতুল উলুম রহমানিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শহীদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও মাদরাসার মুহতামিম মাওলানা মোশারফ হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজ উদ্দিন দুলাল, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সাগর, মাও. দেলোয়ার হোসেন মেহেদী ও মাও মো. নুরুল আবছার।