সোনাগাজী পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের প্রারম্ভিক কর্মশালা

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পরিচালিত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে দেশের ১৬ পৌরসভার মহা পরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে সোনাগাজী পৌরসভায় প্রারম্ভিক কর্মশালা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট (জিআইএস এন্ড আরএস) পুলিন চন্দ্র গোলদার।

বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবদুল কাদের মোজাহিদ, সোনাগাজী মডেল থানার ওসি মো. কারুজ্জমান।

কর্মশালায় প্রকল্পের কর্মকর্তাদের মধ্যে নগর পরিকল্পনাবিদ আল মুস্তাকিন অপূর্ব, মো. সিফাত রেজা, মো. ইসহাক রহমান, পরামর্শক প্রতিষ্ঠানের নগর পরিকল্পনাবিদ মো. রায়হান মিঞা শুভ বক্তব্য রাখেন। এছাড়া স্থানীয় কর্মকর্তাদের মধ্যে উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. উৎপল দাশ, আনসার ভিডিপি অফিসার রাবেয়া সুলতানা নাজমা, মহিলা বিষয়ক অফিসার নার্গিস সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জামিল আহমেদ খান, জনস্বাস্থ্য প্রকৌশলী আবু সায়েম। স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে সরকারি পাইলট উবির প্রধান শিক্ষক জয়নাল আবদীন, সোনাগাজী সপ্রাবির প্রধান শিক্ষক হোসাইন আহমেদ, কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা আবুল কাশেম, বনিক সমিতির সভাপতি নুর নবী বিএসসি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জাহাঙ্গীর সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি ও পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একে/অননিউজ24

আরো দেখুনঃ