সোনাগাজী পৌর শহরের ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠান ভাই-ভাই স্টোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় চোরের দল দোকানের দুটি গেইটের পাঁচটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা নতুন-পুরাতন মোবাইল ফোন, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ প্রায় এক কোটি টাকার মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
ভাই-ভাই স্টোরের স্বত্বাধিকারী সজিবুল ইসলাম পলাশ জানান, দোকানে স্থাপিত সিসি ক্যামেরায় চোরদের প্রবেশের দৃশ্য ধরা পড়েছে তবে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সোনাগাজী মডেল থানার ওসি মো বায়েজিদ আকন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।