ফেনীর সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা সভা ও দোয়া মাহফিল সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক আবদুল মান্নানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক বেল্লাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোবেদা নাহার মিলি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুলতান আহমদ, পৌর কাউন্সিলর জামাল উদ্দিন নয়ন, বিদ্যোৎসাহী সদস্য মফিজুর রহমান খোকন, এনামুল হক রাসেল আমিন প্রমূখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোবারক হোসেন।
এফআর/অননিউজ