সোনাগাজী মো. ছাবের সরকারী পাইলট হাইস্কুলের প্লাটিনাম জুবিলী অনুষ্ঠান উদ্বোধন
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)
ফেনীর সোনাগাজী মো. ছাবের সরকারী পাইলট হাইস্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দুই দিনব্যাপী প্লাটিনাম জুবিলী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বেসিক ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম।
এলজিইডির বৃহত্তর নোয়াখালীর উন্নয়ন প্রকল্পের পরিচালক, প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান, সোনাগাজী পৌরসভার মেয়র, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম খোকন। বিদ্যালয়টির প্রক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র, ঢাবি অধ্যাপক ড. গিয়াস শামীম, কাস্টমস ও ভ্যাট কমিশনার মো. এনামুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব মাহমুদল হক আপেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন ও প্লাটিনাম জুবিলি অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মো. মোশারফ হোসেন।
উল্লেখ্য; ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৮ সালে সরকারি করণ করা হয়।
অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে শনিবার সকাল থেকে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, স্মৃতিচারণ, দুপুরে মেজবান এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।