সোনাগাজী সদর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সম্মেলন শনিবার বিকালে ছাড়াইতকান্দি হোছাইনিয়া মাদ্রাসা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ন সম্পাদক অ্যাড. শাহানা আক্তার শানু।

সাবেক ছাত্রদল নেতা রাসেল পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি মোজাম্মেল হোসেন মাসুদ, বোরহান উদ্দিন গরিব দুখী, সেলিম রেজা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির, যুগ্মআহবায়ক মোশাররফ হোসেন আলমগীর মেম্বার, সাবেক ছাত্রদল নেতা নুর হাদী মিস্টার ও শাহাব উদ্দিন মেম্বার।

আরো দেখুনঃ