ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে ঔষধ সংকট দেখা দিয়েছে। ঔষধ না পেয়ে খালি হাতে ফিরছেন রোগীরা। এ নিয়ে রোগীরা ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রতিদিন এ কর্নারে ডায়াবেটিস, উচ্চরক্তচা ও হার্টের শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। একজন চিকিৎসক এসব নোগীদের সেবা দেন। সরকারিভাবে প্রতিটি রোগীকে এক মাসের করে ঔষধ সরবরাহ করার কথা। কিন্তু ঔষধ সংকট বা সরবরাহ কম থাকায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেননা।
কাউকে সাত দিনের, কাউকে ১০-১৫দিনের ঔষধ দিয়ে বিদায় করছেন। আবার কোন কোন ঔষধ সম্পূর্ণ সরবরাহ বন্ধ রয়েছে বলে খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন। ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনস্যুলিন দেওয়ার কথা থাকলেও সরবরাহ নেই বলে খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন সংশ্লিষ্টরা। সেখানে ডায়াবেটিস পরিমাপের কথা থাকলেও ডায়াবেটিস মাপা হয় অন্যত্র। শুধুমাত্র একটি আধুনিক যন্ত্রের মাধ্যমে রক্তচাপ মাপা হয়। সোনাপুর গ্রামের বাসিন্দা লিপি আক্তার বলেন, তিনি একজন ডায়াবেটিসের রোগী। গত কয়েক মাস ধরে খালি পেটে খাওয়ার ঔষধ পাননি। ভরাপেটের গুলোও ৭-১০দিনের ঔষধ পাচ্ছেন। তিনি একজন গরীব রোগী। সম্পূর্ণ ঔষধ বিনামূল্যে সরবরাহের দাবি জানান। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস ঔষধ সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বারবার জানিয়েও ফল পাইনি। তিনিও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com