নারী শিক্ষা প্রসারিত করার লক্ষে, গরীব ছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য নারায়নগঞ্জ সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন নারায়নগঞ্জ-৩ সোনারগাঁয়ের সংসদ সদস্য, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা ।
বুধবার ( ২৩ নভেম্বর ) সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে বাইসাইকেল বিতরণ করেন।
সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছানাউল্লা সরকার ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক বৃন্দ।