ঢাকার বিএনপির মহা সমাবেশকে কেন্দ্র করে নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামীলীগ অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল বের করেছে। মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে শুরু করে কাঁচপুর ব্রীজ পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান কর্মসূচী পালন করে।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন ,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া।
এসময় আরও উপস্থ ছিলেন, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুৃন কবির ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা আহসান হাবীব টিপু,মুক্তিযোদ্ধা সোহেল রানা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকুল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শনিবার সকাল থেকে বিকেলে পর্যন্ত মেঘনা টোল প্লাজা, মোগরাপাড়া চৌরাস্তা, টিপরদী, দড়িকান্দি ও কাঁচপুর বাস ট্যান্ড এলাকায় আওয়ামীলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে চার পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। তবে মহাসড়কে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ ছিল। কাঁচপুর, মোগরাপাড়া চৌরাস্তা এলাকার দূরপাল্লার সকল বাস কাউন্টার বন্ধ ছিল।
এছাড়াও কাঁচপুর এলাকায় আওয়ামীলীগ নেতা ডা. আবু জাফর চৌধুরী বিরুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।