নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালী করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।
১৬ নভেম্বর বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ র্যালীতে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেয়। এসময় র্যালীটি মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজাসহ বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালীতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলি আকবর মেম্বার, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ডাক্তার আতিক উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সদস্য তাজুল ইসলাম, এম এ হালিম, আওয়ামীলীগ নেতা আবু হানিফ, আলম চাঁদ, সিরাজুল ইসলাম মোল্লা, সাহাবুদ্দিন প্রধান, মোশাররফ মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সেলিম রেজা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাইদ, আওয়ামীলীগ নেতা জসিম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভির আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সম্পাদক শহীদুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও র্যালীতে উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
এফআর/অননিউজ