নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৩ হাজার ৮৬৮ ভোট পেয়ে ঘোড়া প্রতীকে মাহফুজুর রহমান কালাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে বাবুল হোসেন পেয়েছেন ৭৫ হাজার ৭৪৮ ভোট।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩৮ হাজার ৯৬২ ভোট পেয়ে তালা প্রতীকে মাসুম চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলম টিয়াপাখি প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৯৪০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২ হাজার ৩১৪ ভোট পেয়ে ফরিদা পারভিন (শ্যামলী) ফুটবল প্রতীকে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট নূর জাহান (সেলাই মেশিন) প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ১৮৬ ভোট।
এফআর/অননিউজ