নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন জাতীয়পার্টীর দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ১৯ মার্চ ) বিকেলে বারদী ইউনিয়ন পরিষদ মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয় ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এসময় আর বক্তব্য দেন, জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, উপজেলা জাতীয়পার্টির সভাপতি ও সম্ভুপুরা ইউপির চেয়ারম্যান আব্দুর রব, সনমান্দী ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি আবুল হোসেন প্রমূখ।
সংসদ সদস্য বলেন, জাতীয়পার্টি হবে জনগণের সেবকের দল, সমাজের নিপিড়ীত,শোষিত,নির্যাতিত মানুষের কথা বলবে।গরীব দুঃখী মানুষের কথা বলবে। সম্মেলন শেষে আমিন মেম্বারকে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
শান্ত/অননিউজ