সোনারগাঁয়ে জিআর স্কুলের সামনে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১
নজরুল ইসলাম শুভ, সোনারগাঁও নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে পানামসিটি সংলগ্ন জিআর স্কুল এন্ড কলেজের সামনে উঠতি বয়সী কিশোরদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে জিআর স্কুল এন্ড কলেজ গেটের ৩০-৪০ ফিটের মধ্যে দরপত ও পানাম এলাকার কিশোরদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এসময় তামিম (১৪) নামে স্কুলের সাবেক শিক্ষার্থী গুরুতর জখম হয়। আহত তামিম সোনারগাঁও পৌরসভার পাটালপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। গত বছর একই স্কুলে ৯ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। বর্তমানে পড়াশোনা বন্ধ আছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী তীর্থ সরকার বলেন, ঘটনায় আহত তামিম আমাদের স্কুলের সহপাঠী। তাই আমরা অটোরিকশা করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এসেছি।
আহত তামিমের মা তানিয়া আক্তার বলেন, আমার ছেলে দুই গ্রুপের মারামারি থামাতে গিয়ে জিআর স্কুলের ৮ম শ্রেণির ছাত্র হাসানের কোপ খেয়েছে। তার হাতের কব্জির অবস্থা ভালো না। তার হাতে অপারেশন চলছে। আমরা এই ঘটনায় জড়িতদের বিচার চাই। ঢাকা থেকে এলাকায় গিয়েই থানায় যাবো।
ঘটনাস্থলের ফুসকার দোকানদার জমির উদ্দিন বলেন, ঘটনাটি আমার চোখের সামনেই ঘটছে যেই ছেলেটাকে মারছে সেই ছেলে স্কুল ড্রেস ছাড়া ছিল কিন্তু যে মারছে তার গায়ে স্কুল ড্রেস ছিল।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত ওসি) রাশেদ হাসান খান বলেন, আমরা ঘটনাটা শুনে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। একপক্ষ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।