সোনারগাঁয়ে ডাকাত সর্দারসহ সাজাপ্রাপ্ত তিনজন গ্রেফতার

নজরুল ইসলাম শুভ, সোনারগাঁও নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই ডাকাত সদস্য ও সাজাপ্রাপ্ত সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার মেঘনা নিউটাউন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই সুইচগিয়ার, রামদা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাত সর্দার কবির হোসেন উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ও সুজন মিয়া একই এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে।
অপরদিকে বিভিন্ন ব্যাক্তি ও কোম্পানীর সঙ্গে প্রতারনার অভিযোগে তিন মামলায় সাজাপ্রাপ্ত হামেশা ফুড কোম্পানীর চেয়ারম্যান আসাদুলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাজধানীর বাড়িধারা এলাকায় ডিবি ও সোনারগাঁ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। আসাদুল ইসলাম সোনারগাঁয়ের মছলন্দপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্য ও সাজাপ্রাপ্ত সহ তিনজনকে গ্রেফতার করে হয়েছে। ডাকাত সদস্যদের বিরুদ্ধে ১৫টি মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আরো দেখুনঃ