সোনারগাঁয়ে তিতাসের অভিযানে অবৈধ চুন ও লোহার ঢালাই কারখানা ভাঙচুর

নজরুল ইসলাম শুভ,সোনারগাঁও নারায়ণগঞ্জ :

সোনারগাঁয়ের পৃথক জায়গায় অভিযান চালিয়ে দুটি অবৈধ চুন ও লোহার ঢালাই কারখানা ভাঙচুর করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (৩ ডিসেম্বর) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর ও পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় অবৈধ গ্যাস ব্যবহার করে গড়ে উঠা চুন ও লোহার ঢালাই কারখানায় অভিযান পরিচালনা করেন খনিজ ও বানিজ্য মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মনিজা খাতুন।

এসময় ছোট সাদিপুর এলাকায় আরিফ হোসেনের অবৈধ লোহার ঢালাই কারখানা থেকে ৩জন শ্রমিককে গ্রেফতার করে তাদের কে সাজা দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন তিতাসের ব্যবস্থাপক (জোবিঅ-সোনারগাঁও) প্রকৌ. মোঃ শবিউল আওয়াল, ব্যবস্থাপক আরএমএস ইঞ্জিনিয়ারিং, টেস্টিং ও সিলিং শাখা (সোনারগাঁও) প্রকৌ. মো. ফয়জুল ইসলাম, সহকারী প্রকৌশলী (জোবিঅ-সোনারগাঁও) প্রকৌ. সৈয়দ তাফহীম আহমেদ অনীক, সহকারী প্রকৌশলী মোঃ মুরাদ হুসাইনসহ সোনারগাঁ থানা পুলিশ।

আরো দেখুনঃ