সোনারগাঁ প্রতিনিধি।।
সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়ানগর আমানউল্লাহ্ ফার্ম হতে অলিউল্লাহ্ মেম্বারের বাড়ী পর্যন্ত ১২০ মিটার আরসিসি রাস্তা কাজের উদ্বোধন করা হয়েছে।
সোনারগাঁ উপজেলার আওয়ামীলীগের সদস্য ও সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রাস্তার কাজের উদ্বোধন করেন।
বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা উন্নয়ন তহবিল প্রকল্পের আওতায় প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকার ব্যয়ে ১২০ মিটার আরসিসি রাস্তা কাজের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়ন পরিষদের সদস্য এস এম আলমগীর, শাহীনা আক্তার,সনমান্দী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খোরশেদ মোল্লা,সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সজীব আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধীজন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ