নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমির সোনারগাঁও সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান সরেজমিন তদন্তে যান।
মোগরাপাড়া এলাকার মীর কবিরের সঙ্গে শাহজামাল গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। তদন্তকালে শাহজামালের স্ত্রী ও ভাইয়ের বউ এসিল্যান্ডের সামনে মীর কবির ও তার লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরিস্থিতি বিব্রতকর হয়ে উঠলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল ত্যাগ করেন।
তার চলে যাওয়ার পর শাহজামালের নেতৃত্বে আবুল বাশার, মাসুদ, সিফাত, রাহাত, সুজন, ইমরানসহ আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে মীর কবিরের লোকজনের ওপর হামলা চালায়। এতে রতন, সাগর ও রানা নামে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
বিরোধপূর্ণ জমির বর্তমান মালিক মীর কবির বলেন,
“ক্রয়সূত্রে আমি এই জমির বৈধ মালিক। খারিজ তদন্তে ভূমি কর্মকর্তা জমিতে আসার পর শাহজামালের স্ত্রী ও তার ভাইয়ের বৌসহ লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ ও আক্রমণাত্মক আচরণ শুরু করলে এসিল্যান্ড ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তারা সংঘবদ্ধ হয়ে আমার ছোট ভাইদের ওপর হামলা চালিয়ে তিনজনকে গুরুতর আহত করে। এ বিষয়ে সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন।”
খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজণীয় বেবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com