ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজায় মাছের খাদ্য বহনকারী একটি গাড়ীতে তল্লাসী চালিয়ে ৪৩ কেজি গাজাঁ সহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারী জুয়েল মিয়া কুমিল্লার আলেখারচর এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিলাল হোসেন জানান, ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় কুমিল্লা থেকে আসা একটি ট্রাকে সোমবার ভোরে অভিযান পরিচালনা করে মাছের খাদ্যের আড়ালে গাঁজা পাচার কালে জুয়েলকে (২৭) কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে ট্রাকে তল্লাশি করে অনেকগুলো মাছের খাবারের বস্তার মধ্যে ছয়টি বস্তা হতে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৬০ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।