নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নের ৪৬নং মারবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর ) বিকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ নিজস্ব অর্থায়নে ১৭০জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম ।
জিন্নাহ তার বক্তব্যে বলেন, সনমান্দি ইউনিয়নের প্রত্যেকটি বিদ্যালয়ে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ দিয়ে যাচ্ছি এবং প্রতিবছর এর ধারাবাহিকতা অব্যাহত রাখব। আমাদের এলাকার শিক্ষার্থীরা যাতে ভালো পড়ালেখা করতে পারে এবং তাদের সব ধরনের সমস্যা সমাধানে আমি নিয়োজিত থাকব। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারাই একদিন ডাক্তার, শিক্ষক, উকিল হয়ে আমাদের সনমান্দি ইউনিয়নের নাম উজ্জ্বল করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা সহকারী প্রাথমিক অফিসার কানিজ ফাতেমা, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, মনির হোসেন, আওয়ামীলীগ নেতা খোরশেদ মোল্লা, সনমান্দী ইউনিয়ন পরিষদের সদস্য এস এম আলমগীর,মিনারা আক্তার মিনা,সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও সনমান্দী জনকল্যাণ সংস্থার সভাপতি হাসানুজ্জামান কিরন, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ন সুমন,উপ সাস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম, সনমান্দী ইউনিয়ন ১নং ওয়ার্ডের সভাপতি সোহেল সরকার, আবদুল হালিম মিয়াসহ অন্যান্যরা।