নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় আলোচিত হুমায়রা হত্যা মামলার আসামী তার ভাবি বৈশাখী ও অন্যান্য আসামীদের বিরুদ্ধে নিহত হুমায়রার স্বজন, নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও শতশত এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
সোমবার ( ২ আগস্ট) বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মৃধাকান্দি এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী।
শিশু হুমায়ারা আক্তার বাবা মার সাথে থাকতেন। নিহত হুমায়ারার ভাবির যোগসাজশে এ হত্যা কান্ড ঘটে।
উল্লেখ্য, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী হুমায়রা গত মঙ্গলবার পরে বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়রার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।