সোনারগাঁ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁ পৌর এলাকার শেখ রাসেল স্টেডিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাঠের বাইরে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন ছুরিকাঘাতে আহত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ সভাপতি মাসুদুর রহমান মাসুম, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সোহাগ রনি প্রমূখ।
এদিকে স্বেচ্ছাসেবকলীগের উপজেলা শাখার সভাপতি প্রার্থী হাজী ওমর ফারুক পাঁচ হাজার নেতাকর্মী নিয়ে মিছিলের মধ্য দিয়ে সম্মেলনে অংশ নেন। এ সময় দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে শাকিল মিয়া নামে একজন ছুকিকাঘাতে আহত হয়েছে।
বক্তারা বলেন, দলের ত্যাগী নেতাদের নিয়ে স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি গঠন করা হবে। যাতে আগামী নির্বাচনে এই কমিটির নেতাকর্মীরা দলের জন্য শক্তিশালী ভূমিকা পালন করতে পারে।
এফআর/অননিউজ