নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে রুবেল (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ১ নং গংগাপুর বাজারে পশ্চিমপাশের পরিত্যক্ত এক জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুবেল নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোগরাকুল এলাকার হাতেম আলীর ছেলে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে ফোন দিয়ে বিষয়টি জানায়। ফোন পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে৷ ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।