নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুই ইউনিয়নে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাদিপুর ইউনিয়নের নয়াপুর,কাঠালিয়া পাড়া,পশ্চিম পাড়া,আন্ধারমানিক,বেইলর,দেওভোগ ও জামপুর ইউনিয়নের মীরের টেক,আথুরাপাড়াসহ বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বৃহস্পতিবার(১জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত দুই ইউনিয়নের ৬ কিলোমিটারের মধ্যে ৬শ ফুট অবৈধ পাইপ ও রাইজার, রেগুলেটর জব্দ করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা প্রাসকের সিনিয়র সহকারী কমিশনার আর্নিকা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এসময় তিতাস গ্যাসের সোনারগাঁ জোনাল অফিসের ডিজিএম সুরুজ আলম, ম্যানেজার আতিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ, রিয়াজ মহিউদ্দিন, সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।