নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল শনিবার অভিযান চালিয়ে অটোরিক্সা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সোনারগাঁ উপজেলার সাহাপুর গ্রামের সুরুজের ছেলে শাহজালাল (৩০), একই উপজেলার সাতভাইয়াপাড়া গ্রামের সালাউদ্দিনের ছেলে মো: খোকন (২৮) ও মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার চাংগুরী গ্রামের মৃত: জুলহাসের ছেলে বাবু মিয়া (৩০)। এই মামলার অপর দুই আসামী মো: সবুজ ও মো: দুলাল পলাতক রয়েছে
সোনারগাঁ থানার এসআই নুরুল ইসলাম জানান, গত শুক্রবার সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকার একটি মাদ্রাসা থেকে জুম্মার নামাজের সময় একটি ব্যাটারী চালিত অটো (মিশুক) গাড়ী চুরি হয়। এ ঘটনায় আলমগীর কাজী নামে এক ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের সূত্র ধরে ও ওই মাদ্রাসার সিসিটিভি ফুটেজ দেখে আসামী সনাক্ত করে পুলিশ গতকাল শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় আসামীদের দেয়া তথ্যে সবুজের ভাঙ্গারির দোকানে পরিত্যাক্ত অবস্থা অটো(মিশুক) গাড়ীর অংশ উদ্ধার করা হয়। পরে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়ে