নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আশ্রয়ন বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার হল রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পাটির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদ এলাহির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না,সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাবরিনা।
সভায় অন্যদের মধ্য বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান লায়ন,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান শামসুল আলম সামসু, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার প্রমুখ।
সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ন বিষয়ক টাস্কফোর্স কমিটির সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্যসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি লিয়াকত হোসেন খোকা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার আমার সোনার বাংলাদেশে কোন গৃহহীন কেউ থাকবে না, সেই ধারাবাহিকতায় সচ্ছ তদন্ত করে গৃহহীনদের ঘর দেওয়ার কার্যক্রম শুরু করেছি।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com