নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীতের তীব্রতা বাড়ছে। এ শীতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
তিনি নিজস্ব অর্থায়নে শনিবার (৪ ডিসেম্বর) সকালে মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর, প্রতাপের চর, কাদিরগঞ্জ, গংগানগর, ইসলামপুর এলাকার প্রায় ৩০০ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলম চান, শাহাবুদ্দিন প্রধান, মাসুম বিল্লাহ প্রধান, আবু হানিফ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, আব্দুর রহমান মিন্টু প্রমুখ নেতৃবৃন্দ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।