নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে শুক্রবার সন্ধ্যায় ছনপাড়া এলাকায় হাত-পা বাধা অবস্থায় রূপায়ণ গ্রুপের পরিত্যক্ত একটি পুকুর পার থেকে গাছের উপর ফাঁসির ভঙিতে ঝুলন্ত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোনারগাঁ থানার অফিসারস ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি, যেহেতু হাত-পা বাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। নিঃসন্দেহে এটা একটা হত্যা কান্ড। তবে দূর্বৃত্তরা কখন তাকে হত্যা করে এখানে লাশ ঝুলিয়ে রেখে গেছে কেউ বলতে পারছেনা।
ওসি আরো বলেন, এখনো নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি, তবে এখানে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এলাকাবাসীর ধারনা ছেলেটি হয়তো কোন শিল্প প্রতিষ্ঠানে কাজ করতো। নিহত যুবকের লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর কিভাবে মৃত্যু হলো সঠিকভাবে বলতে পারবো।