নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষি জমিতে অবৈধভাবে বালু ভরাট করার দায়ে একটি শিল্প গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রিদিশা স্পিনিং কে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৮জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী ও পৌরসভার ছোট সীলমান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না।
তিনি জানান, উত্তমদী ও ছোটশীলমান্দি মৌজায় একটি প্রতিষ্ঠান নিজস্ব জমি ভরাটের নামে ব্যক্তি মালিকানা ও অন্যের জমিতেও জোরপূর্বক বালু ফেলছে, এলাকাবাসীর এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করি। এসময় কোম্পানীর দু’জন কর্মকর্তাসহ ৮ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি ভরাট আইনে তাদের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়। এর বিপরীতে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শিল্প প্রতিষ্ঠানটি বেশ কিছুদিন থেকেই নিজেদের কেনা জমিতে প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই বালু ভরাট করে আসছিল।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com