নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অভিযান চালিয়ে তিন চালের দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইব্রাহিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী মো: ইব্রাহিম জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিভিন্ন চালের দোকানে পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে চাল বিক্রি করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাদিয়া রাইস এজেন্সীকে ১০ হাজার, নিঝুম রাইস এজেন্সীকে ১০ হাজার, সোনারগাঁ খাদ্য ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পাট অধিদপ্তরের জিডিএ আরিফুর রহমান, ঝর্না আক্তার।